Last Updated: Friday, June 14, 2013, 11:47
ধানবাদ-পাটনা ইন্টারসিটি এক্সপ্রেসে গতকাল দুপুরে হামলার আজ সকাল থেকে তল্লাসি অভিযান শুরু করল পুলিস। কুন্দর হল্ট লাগোয়া স্টেশনের অদূরে ঘটনাস্থল লাগোয়া পার্বত্য-জঙ্গল অঞ্চলে আজ সকাল থেকে চিরুনি তল্লাসি শুরু করেছেন সিআরপিএফ জওয়ানরা। আজ সকালে কুন্দর হল্ট স্টেশনে পৌঁছয় তিন ব্যাটেলিয়ন সিআরপিএফ জওয়ান। সকালে ঘটনাস্থলে যান জামুইয়ের জেলাশাসক এবং পুলিস সুপার। প্রসঙ্গত, গতকাল মাওবাদীদের গুলিতে নিহত হন বাঙালি জওয়ান।