ছত্তিশগঢ়ে গ্রেফতার মাও নেতার স্ত্রী

ছত্তিশগঢ়ে গ্রেফতার মাও নেতার স্ত্রী

ছত্তিশগঢ়ে গ্রেফতার মাও নেতার স্ত্রীছত্তিসগঢ়ের দুর্গ থেকে কলকাতায় ধৃত মাওবাদী দীপক কুমার ওরফে রাকেশ সাউ-এর স্ত্রীকে গ্রেফতার করল পুলিস। ধৃতের নাম রেখা পরধনিয়া। রবিবার অন্ধ্র এবং ছত্তিসগঢ় পুলিসকে সঙ্গে নিয়ে অভিযান চালায় কলকাতা পুলিসের এসটিএফ। ধৃত মহিলা পেশায় আইনজীবী বলে জানা গিয়েছে।

এছাড়া কলকাতায় ধৃত মাওবাদীদের জিজ্ঞাসাবাদ করে রায়পুরের সরস্বতীনগর থানা এলাকায় পরিবহণ সংস্থার এই অফিসেও এদিন রাতেই হানা দেয় কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স। অফিসটি কলকাতার একটি পরিবহণ সংস্থার শাখা অফিস। সঙ্গে ছিল ছত্তিসগঢ় এবং অন্ধ্র পুলিসের তদন্তকারী দল। অভিযানে প্রচুর সামগ্রী উদ্ধার হয়। এই সামগ্রীর মধ্যে বেশিরভাগই ধাতব পদার্থ। পুলিসের ধারণা, আগ্নেয়াস্ত্র, বিশেষত রকেট লঞ্চার তৈরির কাজে এই ধাতব সামগ্রীগুলি ব্যবহার করা হত। এই সামগ্রী কলকাতা থেকে পাঠানো হয় বলেও জানিয়েছে পুলিস।






First Published: Monday, March 5, 2012, 10:11


comments powered by Disqus