MAO LEADER DEEPAK KU - Latest News on MAO LEADER DEEPAK KU| Breaking News in Bengali on 24ghanta.com
ছত্তিশগঢ়ে গ্রেফতার মাও নেতার স্ত্রী

ছত্তিশগঢ়ে গ্রেফতার মাও নেতার স্ত্রী

Last Updated: Monday, March 5, 2012, 09:15

ছত্তিসগঢ়ের দুর্গ থেকে কলকাতায় ধৃত মাওবাদী দীপক কুমার ওরফে রাকেশ সাউ-এর স্ত্রীকে গ্রেফতার করল পুলিস। ধৃতের নাম রেখা পরধনিয়া। রবিবার অন্ধ্র এবং ছত্তিসগঢ় পুলিসকে সঙ্গে নিয়ে অভিযান চালায় কলকাতা পুলিসের এসটিএফ। ধৃত মহিলা পেশায় আইনজীবী বলে জানা গিয়েছে।