Last Updated: November 4, 2011 18:49

মাওবাদী পোস্টারে আতঙ্ক ছড়াল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মচারি কল্যাণ সমিতির শহিদ বেদীতে এই পোস্টারকে ঘিরে আতঙ্ক ছড়ায়। বিশ্ববিদ্যালয়ের আরও তিন জায়গাতে এই ধরনের পোস্টার নজরে আসে সকালেই। জঙ্গলমহল থেকে যৌথবাহিনী প্রত্যাহার সহ একাধিক দাবি রয়েছে পোস্টারে। এই ঘটনার প্রতিবাদে উপাচার্যকে প্রায় তিন ঘণ্টা ধরে ঘেরাও করে রাখে তৃণমূল ছাত্র পরিষদ ও কর্মচারি কল্যাণ সমিতির সদস্যেরা।
First Published: Friday, November 4, 2011, 18:49