Last Updated: Thursday, November 10, 2011, 15:08
শুক্রবার আবার ল্যান্ডমাইন উদ্ধার হল নেদাবহড়ায়। বৃহষ্পতিবার যেখানে মাইন উদ্ধার হয়েছিল, সেখান থেকে মাত্র পাঁচশো মিটার দূরে ঠিক পরের দিনই আবার মাইন উদ্ধার হল। ঘটনাস্থলে পৌঁছেছে যৌথবাহিনী। গত কাল মাইন উদ্ধার হওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে যৌথবাহিনী দেখে সেখানে সার দিয়ে অনেক মাইন পাতা রয়েছে।