মাও পোস্টার মেদিনীপুর শহরের খয়রুল্লাচকে

মাও পোস্টার মেদিনীপুর শহরের খয়রুল্লাচকে

মাও পোস্টার মেদিনীপুর শহরের খয়রুল্লাচকেমাওবাদীদের সমর্থনে `জঙ্গলমহল উন্নয়ন ও শান্তিরক্ষা কমিটি`-র নাম দিয়ে এবার পোস্টার পড়ল মেদিনীপুর শহরের খয়রুল্লাচকে। ওই পোস্টারে স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক মৃগেন মাইতির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। দাবি করা হয়েছে যৌথবাহিনীর অভিযান বন্ধের। এর পাশাপাশি জঙ্গলমহলে ভৈরব বাহিনীর অভিযান বন্ধ করারও উল্লেখ রয়েছে পোস্টারে। এই পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

First Published: Thursday, November 10, 2011, 13:48


comments powered by Disqus