Last Updated: Thursday, November 10, 2011, 13:48
মাওবাদীদের সমর্থনে `জঙ্গলমহল উন্নয়ন ও শান্তিরক্ষা কমিটি`-র নাম দিয়ে এবার পোস্টার পড়ল মেদিনীপুর শহরের খয়রুল্লাচকে। ওই পোস্টারে স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক মৃগেন মাইতির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে।