Last Updated: November 18, 2011 14:23

শুক্রবার সকালে কলকাতার খাদ্যভবনে মাওবাদী পোস্টার উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকাল সাড়ে নটা নাগাদ খাদ্যভবনে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্তসহায়কের ঘর থেকে উদ্ধার হয় এগারোটি মাওবাদী পোস্টার। আপ্তসহায়কের ঘরে কেউ একটি বাদামী ব্যাগ রেখে যায়। সেটি খুলে দেখা যায় তারমধ্যে এগারোটি মাওবাদী পোস্টার রয়েছে। জঙ্গলমহলের অশান্ত পরিবেশ কবে ঠিক হবে মুখ্যমন্ত্রীর কাছে তার জবাবদিহি চাওয়া হয়েছে ওই পোস্টারে। এছাড়াও অযোধ্যা পাহাড় সংলগ্ন জঙ্গল এলাকায় খাদ্য দফতরের অফিস বন্ধের হুমকি, সহায়ক মূল্যের ধান কু্ইন্টাল প্রতি দুহাজার টাকা করার দাবি জানানো হয়েছে পোস্টারগুলিতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউমার্কেট থানার পুলিস। আজ আপ্তসহায়কের ঘর থেকে একটি অল্প বয়সী যুবককে বেরোতে দেখেছিলেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ঘটনার জেরে খাদ্যভবনে আতঙ্কের সৃষ্টি হয়।
First Published: Friday, November 18, 2011, 14:23