ভোটের দিন সকালে মাওবাদী হামলায় রক্তাক্ত বিহার, নিহত ২ জওয়ান, আহত ৩

ভোটের দিন সকালে মাওবাদী হামলায় রক্তাক্ত বিহার, নিহত ২ জওয়ান, আহত ৩

ভোটের দিন সকালে মাওবাদী হামলায় রক্তাক্ত বিহার, নিহত ২ জওয়ান, আহত ৩ ভোটের দিন সাতসকালে মাওবাদী হামলায় রক্তাক্ত বিহার। মৃত্যু হল দুই সিআরপিএফ জওয়ানের। আহত আরও তিন জন। ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুটি জিপে করে জামুই কেন্দ্রের একটি বুথে যাচ্ছিলেন জওয়ানরা। ভীমবাঁধ জঙ্গলে ঢোকার মুখে সওয়া লাখ বাবা মন্দিরের কাছে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুই জওয়ানের মৃত্যু হয়।

আহত তিনজনকে ভর্তি করানো হয়েছে মুঙ্গের সদর হাসপাতালে। জামুই লোকসভা আসনের দিকে এবার কড়া নজর রয়েছে রাজনৈতিক মহলের। এই কেন্দ্রে প্রার্থী এলজেপি প্রধান রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসওয়ান। তাঁর মূল প্রতিপক্ষ বিহার বিধানসভার স্পিকার তথা জেডিইউ নেতা উদয় নারায়ণ চৌধুরী। আগেই ভোট বয়কটের ডাক দিয়েছে মাওবাদীরা।

First Published: Thursday, April 10, 2014, 08:43


comments powered by Disqus