Last Updated: August 4, 2012 14:24

রাজনৈতিক বন্দির মর্যাদা চাইলেন মাওবাদী নেতা বিক্রম ওরফে অর্ণব দাম। শুক্রবার তাকে পুরুলিয়া শুনানির সময় এই আর্জিই পেশ করেন বিক্রমের আইনজীবী। গত ১৪ জুলাই পুরুলিযার বিরামডি স্টেশনের কাছ থেকে বিক্রমকে গ্রেফতার করে পুলিস। সেই থেকেই কারাবন্দী এই শীর্ষ মাওবাদী নেতা। তাঁর বিরুদ্ধে খুন, অপহরণ-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হলে, সমাজের মুলস্রোতে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছেন খড়গপুর আইআইটি`র এই প্রাক্তন ছাত্র। তাঁর আইনজীবী জানান, বিক্রম গণতন্ত্রের প্রতি আস্থাশীল। তাই জীবনের মুলস্রোতে ফিরতে চান তিনি। গতকাল শুনানির পর আদালত বিক্রমকে ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
First Published: Saturday, August 4, 2012, 14:24