Last Updated: Saturday, August 4, 2012, 14:24
রাজনৈতিক বন্দির মর্যাদা চাইলেন মাওবাদী নেতা বিক্রম ওরফে অর্ণব দাম। শুক্রবার তাকে পুরুলিয়া শুনানির সময় এই আর্জিই পেশ করেন বিক্রমের আইনজীবী। গত ১৪ জুলাই পুরুলিযার বিরামডি স্টেশনের কাছ থেকে বিক্রমকে গ্রেফতার করে পুলিস।