Last Updated: November 26, 2011 12:28

কিষেণজির মৃত্যুর প্রতিবাদে আজ থেকে রাজ্যজুড়ে দুদিনের বনধের ডাক দিয়েছে মাওবাদীরা। জঙ্গলমহলের মাওবাদী প্রভাবিত অঞ্চলে বনধের প্রভাব পড়লেও, রাজ্যের অন্য অংশে বনধে তেমন সাড়া মেলেনি। জঙ্গলমহলের বেশকিছু এলাকার দোকানপাট বন্ধ। প্রভাব পড়েছে যান চলাচলেও। বনধের বিরোধিতা করে গতরাতে জনজাগরণ মঞ্চের পক্ষ থেকে দোকানবাজার খোলা রাখার আর্জি জানানো হয়।
First Published: Saturday, November 26, 2011, 12:28