Last Updated: February 5, 2012 18:13

বেলপাহাড়িতে মাওবাদী-যৌথবাহিনী গুলির লড়াইতে মাওবাদী স্কোয়াড সদস্য যুধিষ্টির ওরফে অর্জুন মাহাতর মৃত্যু হয়েছে। যুধিষ্টির মাওবাদীদের মদন মাহাত স্কোয়াডের সদস্য। গোপনসূত্রে খবর পেয়ে মধুপুরের জঙ্গলে তল্লাসি চালায় যৌথবাহিনী। সেইসময় যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। পাল্টা গুলি চালায় যৌথবাহিনীও। ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে বাহিনী। এখন অন্য মাওবাদীদের খোঁজে জঙ্গল ঘিরে তল্লাসি চালাচ্ছে যৌথবাহিনী।
First Published: Sunday, February 5, 2012, 23:29