আন্না হাজারের আন্দোলনকে সমর্থন মাওবাদীদের, maoist to support movement of anna hazare

আন্না হাজারের আন্দোলনকে সমর্থন মাওবাদীদের

আন্না হাজারের আন্দোলনকে সমর্থন মাওবাদীদেরমানুষের সমর্থন পেতে এবার নয়া কৌশল নিচ্ছে মাওবাদীরা। সংবিধান মেনে একাধিক জনবিরোধী ইস্যুকে সামনে এনে আন্দোলনের কথা ভাবছে মাওবাদীরা।
আর এই পরিবর্তিত রণকৌশলের `মুখ` হিসেবে রালগাঁও সিদ্ধির প্রবীণ সমাজকর্মী আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলনকে তুলে ধরতে চাইছেন সিপিআই (মাওবাদী) সাধারণ সম্পাদক গণপতি ও তাঁর সহযোদ্ধারা।

আন্না হাজারের আন্দোলনকে সমর্থন মাওবাদীদের
সম্প্রতি পুলিসি জেরার মুখে এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সিপিআই মাওবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য বিজয় কুমার আরিয়া ওরফে যশপাল। যশপাল জানিয়েছে, দুর্নীতি, কৃষকদের সমস্যা, বিপিএল, ইন্দিরা আবাস যোজনা সহ গ্রামাঞ্চলে একাধিক সরকারি কর্মসূচির বিরুদ্ধে আন্দোলন করে সংগঠনকে মজবুত করতে চাইছে নেতৃত্ব। প্রতিবাদ-সভা, মিছিল, পদযাত্রার মাধ্যমে এ ধরনের আন্দোলন করা হবে বলে স্থির হয়েছে।

পাশাপাশি, দুর্নীতির বিরুদ্ধে গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারের আন্দোলনকে সমর্থন করছে মাওবাদীরা। ইতিমধ্যেই মাওবাদীদের মুখপাত্র অভয়, আন্নার আন্দোলনের প্রতি তাঁদের সমর্থনের কথা জানিয়েছেন। পুলিসি জেরায় এ সবই স্বীকার করেছেন যশপাল।



First Published: Monday, December 12, 2011, 20:29


comments powered by Disqus