Maradona blasts FIFA officials, calls Suarez`s punishment `unjust`

নির্বাসিত সুয়ারেজের পাশে দাঁড়ালেন মারাদোনা, `মাফিয়া` বলে আক্রমণ ফিফাকে

নির্বাসিত সুয়ারেজের পাশে দাঁড়ালেন মারাদোনা, `মাফিয়া` বলে আক্রমণ ফিফাকে উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজের পাশে দাঁড়িয়ে ফিফাকে মাফিয়া বললেন দিয়েগো মারাদোনা। মারাদোনার মন্তব্য ,সুয়ারেজকে কী হাতকড়া পরিয়ে গুয়ান্তানামোর জেলে পাঠাতে চায় ফিফা। সাংবাদিকদের সামনে ফুটবলের যুবরাজ যখন ক্ষোভ উগরে দিচ্ছেন তখন তাঁর টিশার্টে লেখা, লুইস, উই আর উইথ ইউ।

মারাদোনার প্রশ্ন, সুয়ারেজ কী কাউকে খুন করেছে? এটা মাফিয়াদের অনৈতিক বিচার। শুধু রাগ দেখিয়েই থেমে থাকেননি মারাদোনা। তিনি উরুগুয়ের প্রেসিডেন্ট জোসে মুজিকার সঙ্গেও কথা বলেছেন। প্রেসিডেন্ট মুজিকাও ফিফার এই শাস্তির কড়া নিন্দা করে বলেন আমরা মনে করছি গরীব বলেই এই হেনস্থা। ও কখনো বিশ্ববিদ্যালয়ে যায়নি, শিক্ষিত নয়, বাস্তবের রুক্ষ মাটিতেই বড় হয়েছে সুয়ারেজ। তাই ওর প্রতিবাদও একটু রুক্ষ। মারাদোনার দাবি এবারের বিশ্বকাপে সুয়ারেজের চেইলিনিকে কামড়ে দেওয়ার থেকেও অনেক বড় ঘটনা ঘটেছে। মারাদোনার অভিযোগকে সমর্থন করে উরুগুয়ের প্রেসিডেন্ট মুজিকা বলেন ফিফা যদি ছোটখাটো ঘটনায় এইভাবে শাস্তি দিতে থাকে তবে পাঁচজনের ফুটবল খেলতে হবে উরুগুয়েকে । চেইলিনিকে কামড়ানোর জন্য ফিফা ফুটবল থেকে চারমাস নির্বাসিত করেছে সুয়ারেজকে।

First Published: Saturday, June 28, 2014, 10:54


comments powered by Disqus