Last Updated: Saturday, June 28, 2014, 10:54
উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজের পাশে দাঁড়িয়ে ফিফাকে মাফিয়া বললেন দিয়েগো মারাদোনা। মারাদোনার মন্তব্য ,সুয়ারেজকে কী হাতকড়া পরিয়ে গুয়ান্তানামোর জেলে পাঠাতে চায় ফিফা। সাংবাদিকদের সামনে ফুটবলের যুবরাজ যখন ক্ষোভ উগরে দিচ্ছেন তখন তাঁর টিশার্টে লেখা, লুইস, উই আর উইথ ইউ।