রড লেভার এরেনায় ফের ইন্দ্রপতন, অনামী সিবালকোভার কাছে পরাজিত হয়ে বিদায় নিলেন মাশা

রড লেভার এরেনায় ফের ইন্দ্রপতন, অনামী সিবালকোভার কাছে পরাজিত হয়ে বিদায় নিলেন মাশা

রড লেভার এরেনায় ফের ইন্দ্রপতন, অনামী সিবালকোভার কাছে পরাজিত হয়ে বিদায় নিলেন মাশা২৪ ঘণ্টার মধ্যে অস্ট্রেলিয়ান ওপেনে ফের ইন্দ্রপতন। মেয়েদের বিভাগে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসের পর এবার চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিলেন তৃতীয় বাছাই মারিয়া শারাপোভা। সোমবার রডলেভার এরেনায় স্লোভাকিয়ার ডোমিনিকা সিবালকোভার কাছে ৩-৪, ৬-৪, ৬-১-এ হেরে গেলেন রুশ সুন্দরী।

সোমবার বিশ্বের ৮৬ নম্বর সিবালকোভার সঙ্গে খেলার সময় সার্ভিং নিয়ে সমস্যায় পড়েন মাশা। তৃতীয় সেটে ৭টি ডবল ফল্ট করেন তিনি। দ্বিতীয় সেটের পর কোমড়ের ব্যাথার কারণে একবার কোর্ট থেকে বেড়িয়েও যান মাশা।

এর আগে শীর্ষ বাছাই সেরেনা রবিবার তিন সেটের লড়াইয়ে বিশ্বের ১৪ নম্বর অ্যানা ইভানোভিচের কাছে পরাজিত হন।

First Published: Monday, January 20, 2014, 13:02


comments powered by Disqus