Last Updated: Monday, January 20, 2014, 13:02
২৪ ঘণ্টার মধ্যে অস্ট্রেলিয়ান ওপেনে ফের ইন্দ্রপতন। মেয়েদের বিভাগে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসের পর এবার চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিলেন তৃতীয় বাছাই মারিয়া শারাপোভা। সোমবার রডলেভার এরেনায় স্লোভাকিয়ার ডোমিনিকা সিবালকোভার কাছে ৩-৪, ৬-৪, ৬-১-এ হেরে গেলেন রুশ সুন্দরী।