Last Updated: April 12, 2013 14:32

সিলিকন ভ্যালি অন্যান্য সহকর্মীদের নিয়ে এবার রাজনীতির ময়দানে নামলেন ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ। অভিবাসন নীতির পুনর্মূল্যায়ন, শিক্ষায় উন্নয়ন এবং বিজ্ঞান গবেষণায় আরও বিনিয়োগের মতো বিষয়গুলি রয়েছে তাঁদের অ্যাজেন্ডায়।
বুধবার ওয়াশিংটন পোস্টের উত্তরসম্পাদকীয় কলামে Fwd.us (উচ্চারণে ফরওয়ার্ড ডট আস) গঠনের কথা লেখেন জুকারবার্গ। সেখানে তাঁর বক্তব্য আমেরিকাকে অর্থনৈতিক ভাবে এগোতে হলে এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনার প্রয়োজন। তিনি লেখেন, আমেরিকার মতো অভিবাসী প্রধান দেশের অভিবাসন নীতি অত্যন্ত অবাস্তব। আজকের দিনে মানানসই নয়।
জুকারবার্গের সঙ্গে রয়েছেন লিঙ্কডইন কর্পের সিইও রাইড হফমান, ড্রপবক্স রুচি সাংভি, জন ডোয়ার, জিম ব্রেয়ারের মতো প্রথমসারির আইটি উদ্যোগপতিরা। গুগল ইনকের এরক স্মিডট, ইয়াহু ইনকের সিইও মারিসা মায়ার, স্পেস এক্স অ্যান্ড টেলসা মোটরের সিইও এলন মাস্কের মতো কর্পোরেট টাইকুনরা জুকরবার্গদের সমর্থনে এগিয়ে এসেছেন।
First Published: Friday, April 12, 2013, 14:32