Last Updated: January 16, 2014 23:57

দেশে যখন প্রশ্নের মুখে নারী নিরাপত্তা, তখন নিজের জীবনের যন্ত্রনাদায়ক অভিজ্ঞতার কথা জানালেন অলিম্পিক পদকজয়ী মেরি কম। জানালেন ১৮ বছর বয়সে যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন তিনিও।
মেরি বলেন, "আমি মহিলাদের উদ্দেশে বলব তাঁরা যেন যে কোনও রকম শারীরিক শিক্ষা নেন যাতে তাঁরা যৌন নিগ্রহ রুখতে পারেন। ভয় না পেয়ে লড়াই করতে হবে। এক রবিবার আমি রিক্সা করে গির্জায় প্রার্থনা করতে যাচ্ছিলাম। আমার পরণে ছিল র্যাপঅ্যারাউন্ড। হঠাত্ই রিক্সাওলা আমার হাত ধরে টেনে আমাকে নিগ্রহের চেষ্টা করে। আমি যেহেতু শারীরিক ভাবে ফিট ছিলাম তাই লড়তে পেরেছিলাম। কিন্তু এই ঘটনা আমাকে শিখিয়েছে মহিলাদের কতখানি শক্ত হতে হয়।"
সম্প্রতি নারী নিরাপত্তা নিয়ে মোবাইল অ্যাপ লঞ্চ করেছেন মেরি।
First Published: Thursday, January 16, 2014, 23:57