Last Updated: January 17, 2013 22:30

মেসি-রোনাল্ডো সমৃদ্ধ পৃথিবীর সেরা ফুটবল লিগে গড়াপেটার কালোছায়া! এবার লা লিগায় গড়াপেটার অভিযোগ তুললেন খোদ টুর্নামেন্ট কমিটির সহসভাপতি! টুর্নামেন্টের শীর্ষকর্তার এই অভিযোগে প্রশ্নের মুখে মেসি-রোনাল্ডোর মত তারকাখচিত লা লিগা।লা লিগা ফুটবল কমিটির সহসভাপতি জ্যাভিয়ের টেবাস অভিযোগ করেন,লা লিগার বেশ কিছু ম্যাচে গড়াপেটা হচ্ছে। বিক্রি হয়ে যাচ্ছে ম্যাচ।
আর অবিলম্বে গড়াপেটার মূলচক্রীদের নাম প্রকাশ করা প্রয়োজন। এই মারাত্মক অভিযোগ করার পর সহসভাপতি টেবাসের আশঙ্কা করছেন,লা লিগায় ইতালির সিরি-এ-র মত কলঙ্কের দাগ লাগার। প্রসঙ্গত,সাত বছর আগে সিরিএ-তে গড়াপেটার কারনে শাস্তির মুখে পড়েছিল এসি মিলান,জুভেন্তাসের মত বিশ্বখ্যাত ক্লাবগুলি।
First Published: Thursday, January 17, 2013, 22:30