নরোড়া পাটিয়ার দাঙ্গায় কোদনানি, বাবু বজরঙ্গীর মৃত্যুদণ্ড চাইল গুজরাট সরকার

নরোড়া পাটিয়ার দাঙ্গায় কোদনানি, বাবু বজরঙ্গীর মৃত্যুদণ্ড চাইল গুজরাট সরকার

নরোড়া পাটিয়ার দাঙ্গায় কোদনানি, বাবু বজরঙ্গীর মৃত্যুদণ্ড চাইল গুজরাট সরকারনরোড়া পাটিয়ার দাঙ্গায় অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী মায়াবেন কোদনানি, বজরং দলের নেতা বাবু বজরঙ্গী সহ ১০ জনের মৃত্যুদণ্ড চাইল গুজরাট সরকার। খুব তাড়াতাড়ি বিশেষ আদালতে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশকে চ্যালেঞ্জ করে গুজরাট হাই কোর্টে মামলা করবে সরকার।

অ্যাসিসট্যান্ট পাবলিক প্রসিকিউটর গৌরাঙ্গ ব্যাস এদিন জানান, "দশ অভিযুক্তের মৃত্যুদণ্ড চাইতে তিন আইনজীবীর প্যানেল তৈরি করা হয়েছে।" ব্যাস ছাড়াও সেই প্যানেলে আছেন অল্পেশ কোগজে এবং প্রশান্ত দেসাই।

তাৎপর্যপূর্ণ ভাবে সরকার যাবজ্জীবনের রায় ঘোষণার প্রায় সাত মাস পরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানানোর সিদ্ধান্ত নিল। নিম্ন আদালতের কোনও রায়কে চ্যালেঞ্জ জানানোর সাধারণ সময়সীমা থাকে রায়দানের পরের তিন মাস। এক্ষেত্রে নিম্ব আদালতের রায়কে চ্যালেঞ্জ করা এক্সযাবে কিনা হাই কোর্টে তারও অনুমতি নিতে হবে সরকারকে।

First Published: Wednesday, April 17, 2013, 11:22


comments powered by Disqus