Last Updated: Wednesday, April 17, 2013, 11:22
নরোড়া পাটিয়ার দাঙ্গায় অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী মায়াবেন কোদনানি, বজরং দলের নেতা বাবু বজরঙ্গী সহ ১০ জনের মৃত্যুদণ্ড চাইল গুজরাট সরকার। খুব তাড়াতাড়ি বিশেষ আদালতে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশকে চ্যালেঞ্জ করে গুজরাট হাই কোর্টে মামলা করবে সরকার।