মায়া সেনের জীবনাবসান

মায়া সেনের জীবনাবসান

মায়া সেনের জীবনাবসানচলে গেলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী মায়া সেন। বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। বিশিষ্ট এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী রবীন্দ্রসঙ্গীত গুরু শৈলজানন্দ মজুমদারের ছাত্রী ছিলেন। সঙ্গীতের বিভিন্ন ধারায় তাঁর ছিল অনায়াস বিচরণ। একাধারে ধ্রুপদ সঙ্গীতেও তিনি যেমন পারদর্শী ছিলেন তেমনই রবীন্দ্রসঙ্গীতেও তার গায়কি ছিল স্বতন্ত্র।  সেতার, এসরাজ সহ বিভিন্ন বাদ্যযন্ত্রেও পারদর্শীতা ছিল তার। জোড়াসাঁকো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করেন বিশিষ্ট এই শিল্পী। বহু রবীন্দ্রসঙ্গীত শিল্পীরই গানের তালিম হয়েছে তাঁর কাছে। সঙ্গীতগুরু হিসাবে তিনি নিজেই এক বড় প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন। প্রবাদপ্রতীম এই শিল্পীর জীবনাবসানে শোকস্তব্ধ শিল্পীমহল।

First Published: Monday, February 20, 2012, 12:12


comments powered by Disqus