Last Updated: Saturday, August 4, 2012, 20:11
নাম ছিল আভাস কুমার গাঙ্গুলি। আসমুদ্রহিমাচল ভারতবাসীর কাছে অবশ্য তিনি কিশোর কুমার। আজ সেই কিংবদন্তি গায়কের ৮৩তম জন্মদিন। গায়ক, অভিনেতা, সুরকার, গীতিকার, নির্দেশক, প্রযোজক, স্ক্রিপ্ট-লেখক কিশোরদার জন্ম হয় ১৯২৯-এর ৪ অগাস্ট ।