মায়া-মূর্তির মাথা ভাঙল সপা-সহযোগী সংগঠন

মায়া-মূর্তির মাথা ভাঙল সপা-সহযোগী সংগঠন

মায়া-মূর্তির মাথা ভাঙল সপা-সহযোগী সংগঠনচলতি বছরের ফেব্রুয়ারি মাসে মিরাটে বিধানসভা ভোটের প্রচারে আসা রাহুল গান্ধীকে কালো পতাকা দেখিয়ে সংবাদ শিরোনামে এসেছিল উত্তরপ্রদেশ নবনির্মাণ সেনা। এবার সমাজবাদী পার্টির এই সহযোগী সংগঠনের বিরুদ্ধে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহুজন সমাজ পার্টির সভানেত্রী মায়াবতীর মূর্তি ভাঙার অভিযোগ উঠল। তবে ইউপি নবনির্মাণ সেনার প্রধান অমিত জানি এ বিষয়ে কোনও বিবৃতি দেননি।

বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ রাজধানী লখনউয়ের গোমতীনগর এলাকার অম্বেডকর পার্কে রাখা বহেনজির একটি মার্বেল-মূর্তির উপর চড়াও হয় বাই চড়ে আসা জনা ছয়েক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। অভিযোগ, ইউপি নবনির্মাণ সেনার নামে জয়ধ্বনী দিতে দিতে সঙ্গে আনা হাতুড়ি দিয়ে মূর্তির মাথা ও দু`টি হাত ভেঙে ফেলে তারা। তারপর পার্কের রক্ষীদের সামনে দিয়েই চলে যায়। বিএসপি`র প্রাক্তন রাজ্য সভাপতি স্বামীপ্রসাদ মৌর্যের অভিযোগ, উত্তরপ্রদেশের শাসকদল সমাজবাদী পার্টির প্রত্যক্ষ মদতে এই ঘটনা ঘটেছে। অবিলম্বে দলিত নেত্রীর ক্ষতিগ্রস্ত মূর্তির পুনর্নির্মাণ চেয়েছেন তিনি। দলের আরেক শীর্ষ নেতা বিজয় বাহাদুর সিং পুরো ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছেন। অন্যদিকে লখনউ পুলিসের দাবি, অম্বেডকর পার্কের নিরাপত্তারক্ষীদের বয়ান নিয়ে দুষ্কৃতীদের সন্ধান শুরু হয়েছে।

First Published: Thursday, July 26, 2012, 15:38


comments powered by Disqus