UP Nabaniman sena - Latest News on UP Nabaniman sena| Breaking News in Bengali on 24ghanta.com
মায়া-মূর্তির মাথা ভাঙল সপা-সহযোগী সংগঠন

মায়া-মূর্তির মাথা ভাঙল সপা-সহযোগী সংগঠন

Last Updated: Thursday, July 26, 2012, 15:38

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মিরাটে বিধানসভা ভোটের প্রচারে আসা রাহুল গান্ধীকে কালো পতাকা দেখিয়ে সংবাদ শিরোনামে এসেছিল উত্তরপ্রদেশ নবনির্মাণ সেনা। এবার সমাজবাদী পার্টির এই সহযোগী সংগঠনের বিরুদ্ধে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহুজন সমাজ পার্টির সভানেত্রী মায়াবতীর মূর্তি ভাঙার অভিযোগ উঠল।