Last Updated: April 7, 2014 18:19

জন্ম- ৫ জুন ১৯৫৭
বাসস্থান- কলকাতা
নির্বাচনী কেন্দ্র- রায়গঞ্জ
গতবার দাঁড়িয়েছিলেন উত্তর কলকাতা কেন্দ্রে
সিপিআইএমের মুখ্যপাত্রদের মধ্যে অন্যতম। শিক্ষিত মানুষ। প্রত্যেকটি রাজনৈতিক ইস্যুতে বুদ্ধিদীপ্ত জবাব রাজনৈতিক আলোচনার শীর্ষে থেকেছেন সেলিম সাহেব। প্রচারে জোর দিচ্ছেন ডোর-টু-ডোর ক্যাম্পেনিংয়ে।
জনপ্রিয়তা কোথায়- শহুরে মধ্যবিত্ত, উচ্চবিত্য, শিল্প মহল, সংখ্যালঘু সম্প্রদায়ে।
জনপ্রিয়তার অভাব- গ্রামীন ভোটব্যাঙ্ক
First Published: Monday, April 7, 2014, 18:19