Last Updated: Friday, June 27, 2014, 09:31
একটি স্বপ্নের বাস্তবায়ন। আরেকটির অপমৃত্যু। একইসঙ্গে দুটি চরম বিপরীত অভিজ্ঞতার মুখোমুখি হলেন উত্তরবঙ্গের মানুষ। একদিকে, রাজ্যের কুড়িতম জেলা হিসেবে আত্মপ্রকাশ করল আলিপুরদুয়ার। অন্যদিকে, রায়গঞ্জের আশা-আকাঙ্খায় ইতি টেনে প্রস্তাবিত এইমস পাড়ি দিল কল্যাণীতে।