Last Updated: February 1, 2012 23:28

ক্লাইম্যাক্স লরেন্সকে বিশ্রাম দেওয়া হয়েছে। লরেন্স ফিরতে চাইলে তাঁর জন্য জন্য দরজা খোলা রয়েছে। ক্লাইম্যাক্স লরেন্সকে এএফসি চ্যালেঞ্জ কাপের ৩০ জনের দলে না রাখা রাখার বিষয়ে এমনটাই জানালেন ভারতীয় দলের কোচ স্যাভিও মেদেরা। এএফসি চ্যালেঞ্জ কাপের ৩০ জনের দলে জায়গা না পেয়ে অপমানিত হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নেন সাফ কাপের অধিনায়ক ক্লাইম্যাক্স লরেন্স। ক্লাইম্যাক্সের এই সিদ্ধান্তে অবাক কোচ মেদেইরা।
কল্যাণীতে এসে মেদেইরার দাবি, ভারতীয় দলের ওই সিনিয়র ফুটবলারকে বিশ্রাম দেওয়া হয়েছিল। বাদ দেওয়া হয়নি। লরেন্স ফিরতে চাইলে তাঁর জন্য দরজা খোলা রয়েছে। কল্যাণীতে জাতীয় দলের কোচের সঙ্গে দেখা করেন মোহনবাগানের গোলরক্ষক সংগ্রাম মুখার্জি। অপরদিকে, চোটের কারণে এএফসি কাপের প্রাথমিক ৩০ জনের দল থেকে ছিটকে গিয়েছেন ২ ফুটবলার, জেজে ও সুব্রত পাল।
First Published: Wednesday, February 1, 2012, 23:28