Last Updated: Wednesday, February 1, 2012, 23:28
ক্লাইম্যাক্স লরেন্সকে বিশ্রাম দেওয়া হয়েছে। লরেন্স ফিরতে চাইলে তাঁর জন্য জন্য দরজা খোলা রয়েছে। ক্লাইম্যাক্স লরেন্সকে এএফসি চ্যালেঞ্জ কাপের ৩০ জনের দলে না রাখা রাখার বিষয়ে এমনটাই জানালেন ভারতীয় দলের কোচ স্যাভিও মেদেরা।