বিক্ষোভকারীদের হাতে নিগৃহীত মিডিয়া, গ্রেফতার ৪

বিক্ষোভকারীদের হাতে নিগৃহীত মিডিয়া, গ্রেফতার ৪

বিক্ষোভকারীদের হাতে নিগৃহীত মিডিয়া, গ্রেফতার ৪কসবায় সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের উপরে হামলার ঘটনায় গ্রেফতার করা হল চার জনকে। গত ৩১ ডিসেম্বর কসবার কুমোর পাড়ায় চার বছরের একটি শিশুর ওপর নির্যাতনের ঘটনার অভিযোগ ওঠে। বুধবার শিশুটি অসুস্থ হয়ে পড়লে খবর জানাজানি হয়। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস।

সন্ধেয় এলাকার মহিলারা কসবা থানায় গিয়ে অভিযুক্তকে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। একইসঙ্গে পুলিসকে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা লিখিতভাবে দিতে বলা হয়। পুলিস আইনি অসুবিধার কথা জানালে শুরু হয় বিক্ষোভ। অবরোধ করা হয় রাসবিহারী কানেক্টার।

পুলিসের প্রতিশ্রুতিতেও অবস্থা বদলায়নি। রাতের দিকে এলাকার দখল নিয়ে নেয় একদল মদ্যপ যুবক। ঘটনাস্থলে পৌঁছয় সংবাদমাধ্যম। বিক্ষোভকারীরা সংবাদমাধ্যমকে বিষয়টিতে হস্তক্ষেপ করতে বলে। তাদের অন্যায্য দাবিতে রাজি না হলে সংবাদমাধ্যমের ওপর চড়াও হয় তারা। মারধরের সঙ্গে সঙ্গে সাংবাদিকদের লক্ষ করে ছোঁড়া হয় ইট। ভাঙচুর চালানো হয় ছ'টি গাড়িতে। রেহাই পাননি মহিলা সাংবাদিকরাও। তাঁদের সঙ্গেও অশালীন আচরণ করা হয়। ইটের আঘাতে দুই সাংবাদিক জখম হন।






First Published: Thursday, January 3, 2013, 13:49


comments powered by Disqus