Last Updated: Monday, July 8, 2013, 10:37
কসবার বেদিয়াডাঙায় ফ্ল্যাটের মধ্যে উদ্ধার হল এক শিক্ষিকার ক্ষতবিক্ষত দেহ। মৃত বাহাত্তর বছরের সুলোচনা চেরি একাই থাকতেন ওই ফ্ল্যাটে। লণ্ডভণ্ড ঘর দেখে পুলিসের প্রাথমিক অনুমান, লুঠপাটের উদ্দেশে এই খুন হয়ে থাকতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির পরিচারিকাকে আটক করা হয়েছে। নিরাপত্তাহীনতার অভিযোগ ফের উসকে দিল কসবার বেদিয়াডাঙা সেকেন্ড লেনের লোকনাথ আবাসনে খুনের ঘটনা। চারতলার ফ্ল্যাটে একা থাকতেন বাহাত্তর বছরের সুলোচনা চেরি। ন্যাশনাল গার্লস স্কুলের প্রাক্তন ওই শিক্ষিকা ইদানিং বাড়িতেই টিউশন পড়াতেন। হাজরায় একটি কোচিং সেন্টারেও পড়াতে যেতেন নিয়মিত। রবিবার সকালে বেরোলেও দুপুরের মধ্যে বাড়ি ফিরে আসেন তিনি। বিকেলে ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর ক্ষতবিক্ষত দেহ।