Last Updated: November 28, 2011 18:07

মাওবাদীদের সঙ্গে শান্তি আলোচনা থেকে সরে গেলেন মধ্যস্থতাকারীরা। জঙ্গলমহলের বর্তমান পরিস্থিতিতে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলেই তাঁরা জানিয়েছেন। সোমবার মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে একথা পরিস্কার জানিয়ে দিয়েছেন তাঁরা। ছজন মধ্যস্থতাকারীর মধ্যে পাঁচজন ওই চিঠিতে স্বাক্ষর করেছেন। তবে এব্যাপারে মধ্যস্থতাকারী দলের আরেক সদস্য দেবাশিস ভট্টাচার্য বাকিদের সঙ্গে একমত নন বলে জানানো হয়েছে। চিঠিতে তাঁরা পরিস্কার উল্লেখ না করলেও, আদতে মধ্যস্থতাকারীরা বোঝাতে চেয়েছেন কিষেণজির নিহত হওয়ার ঘটনার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই অভিযোগ উঠেছে, কিষেণজিকে ভুয়ো সংঘর্ষে মারা হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে সরকার নিয়োজিত এই মধ্যস্থতাকারীদের শান্তি প্রক্রিয়া চালিয়ে যাওয়া ছিল কার্যত সম্ভব নয় বলে জানিয়েছেন তাঁরা।
First Published: Monday, November 28, 2011, 18:10