Last Updated: February 21, 2014 22:46

সদ্যোজাতের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে। গত সতেরই ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন হাওড়ার ক্যারি রোডের বাসিন্দা পরভিন বেগম। ওই দিনই যমজ সন্তান প্রসব করেন তিনি। আজ ভোরে একটি সন্তানের অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসকদের ডেকেও তাঁরা সাড়া পাননি বলে জানিয়েছেন রোগীর আত্মীয়রা। রোগীর পরিবারের অভিযোগ, ভোর পাঁচটার সময় অসুস্থ সদ্যোজাতের মৃত্যু হয়।
এরপরই রোগীর পরিবারের লোকজন চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের ভিতর ভাঙচুর চালায়। পরে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মুখে কলুপ এঁটেছে।
First Published: Friday, February 21, 2014, 22:46