chield died - Latest News on chield died| Breaking News in Bengali on 24ghanta.com
সদ্যজাতের মৃত্যু ঘিরে উত্তেজনা মেডিক্যালে

সদ্যজাতের মৃত্যু ঘিরে উত্তেজনা মেডিক্যালে

Last Updated: Friday, February 21, 2014, 22:46

সদ্যোজাতের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে। গত সতেরই ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন হাওড়ার ক্যারি রোডের বাসিন্দা পরভিন বেগম। ওই দিনই যমজ সন্তান প্রসব করেন তিনি। আজ ভোরে একটি সন্তানের অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসকদের ডেকেও তাঁরা সাড়া পাননি বলে জানিয়েছেন রোগীর আত্মীয়রা। রোগীর পরিবারের অভিযোগ, ভোর পাঁচটার সময় অসুস্থ সদ্যোজাতের মৃত্যু হয়।