Last Updated: May 21, 2014 23:01

রাজ্যের ১৭টি পুরসভার ভোট কবে সে বিষয়ে নির্বাচন কমিশনার মীরা পাণ্ডেকে কিছুই জানায়নি রাজ্য। কিন্তু ভোট প্রস্তুতির কাজ তাঁকে চালিয়ে যেতে হচ্ছে। এরই মাঝে অবসর নিয়েছেন তাঁর সচিব। সচিবের শূন্য পদে দ্রুত নিয়োগের আর্জিও খারিজ হয়েছে। বুধবার ফের মুখ্য সচিবকে চিঠি লিখেছেন মীরা পাণ্ডে।
এ বছরের ৩০ এপ্রিল অবসর নিয়েছেন রাজ্যনির্বাচন কমিশনের সচিব তাপস রায়। সচিব অবসর নেওয়ার আগে থেকেই নতুন সচিব নিয়োগের জন্য মুখ্যসচিবকে চিঠি দেন মীরা পাণ্ডে। তাপস রায় অবসর নিয়ে নিয়েছেন কিন্ত সেই চিঠির এখনও উত্তর মেলেনি। ভোটের ডিলিমিটেশনের কাজ। সংরক্ষণের তালিকা প্রস্তুতির কাজ। মনোনয়ন পর্ব থেকে স্ক্রুটিনির যাবতীয় কাজ। মীরা পাণ্ডে জানিয়েছেন, কমিশনের গুরু দায়িত্বই সচিবের কাঁধে। কমিশনে সচিবের ভূমিকা অত্যন্ত গুরূত্বপূর্ণ।
রাজ্যের সতেরোটি পুরসভায় বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে ১৭ থেকে ৩১ জুলাই এর মধ্যে। কমিশনার মীরা পাণ্ডে অবসর নেবেন ২১ জুলাই। কিন্তু বাকি অনেক কাজ। সচিব না থাকায় বহু কাজ এখন করাই যাচ্ছে না।
First Published: Wednesday, May 21, 2014, 23:01