Last Updated: Monday, August 19, 2013, 19:55
পুরভোটের নিরাপত্তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন রাজ্য পুলিসের দুই কর্তা। বৈঠকে ঠিক হয়েছে, সমস্ত বুথে সশস্ত্রবাহিনী মোতায়েন করেই নির্বাচন পর্ব পরিচালনা করে। একইসঙ্গে যাতে প্রার্থীরা বিনা বাধায় প্রচার ও মনোনয়ন জমা দিতে পারেন, সেজন্যও প্রশাসনকে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে বলেছে নির্বাচন কমিশন। স্বরাষ্ট্রসচিব ও ডিজি এদিনের বৈঠকে উপস্থিত না থাকায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনও আলোচনা হয়নি।