Last Updated: November 23, 2013 20:32

চোটের জন্য মাঠের বাইরে। তবুও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন লায়োনেল মেসি। বার্সেলোনার সঙ্গে নয়া আর্থিক চু্ক্তি নিয়ে বনিবনা না হওয়ায় তিনি দল ছাড়ছেন। সম্ভাব্য গন্তব্য ইংলিশ প্রিমিয়ার লিগের কোনও দল। স্প্যানিশ সংবাদমাধ্যম প্রচারিত এই খবর নিয়ে তোলপাড় গোটা বিশ্ব।
এই খবর নিয়ে এখনও মুখ খোলেননি মেসি।নীরব বার্সাও।তবে ব্রাজিল বিশ্বকাপ নিয়ে অবশ্য নিজের মতামত জানিয়ে দিয়েছেন তিনি।বিশ্বের কোন দেশগুলির বিশ্বকাপ জেতার সম্ভাবনা আছে? মেসির মতে পাঁচটি দেশ। এই পাঁচটি দেশ হল জার্মানি, ব্রাজিল, স্পেন ফ্রান্স এবং তাঁর নিজের দেশ আর্জেন্টিনা। চলতি মাসের দশ তারিখ রিয়াল বেটিসের বিরুদ্ধে ম্যাচে পায়ে চোট পেয়েছিলেন সদ্য গোল্ডেন বুট জয়ী এই ফুটবলার। তবে চোট সারিয়ে জানুয়ারির মধ্যে তিনি আবার মাঠে ফিরবেন বলে আশাবাদী মেসি। জাতীয় দলের হয়ে তিনি ব্যর্থ, এই ধরনের সমালোচনা তাঁকে ভীষন দুঃখ দেয় বলে জানিয়েছেন চারবারের বর্ষসেরা এই ফুটবলার।
First Published: Saturday, November 23, 2013, 20:32