Last Updated: October 10, 2011 21:54

তেলেঙ্গানা ইস্যুতে সোমবার বৈঠকে বসেছিল কংগ্রেসের কোর কমিটি। প্রণব মুখোপাধ্যায়, পি চিদম্বরম, এ কে অ্যান্টনি ও গুলাম নবি আজাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন রেণুকা চৌধুরী ও চিরঞ্জীবী। বৈঠক শেষে গুলাম নবি আজাদ সব রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনার ওপর জোর দিয়েছেন। মঙ্গলবার চন্দ্রশেখর রাও, চন্দ্রবাবু নাইডু ও তেলেঙ্গানা অঞ্চলের কংগ্রেস সাংসদরা নয়াদিল্লি যাচ্ছেন।
পৃথক তেলেঙ্গানার দাবিতে ফের জোরদার আন্দোলন শুরু করেছে টিআরএস। এরই মাঝে সমস্যার সমাধান সুত্র্রের খোঁজে সোমবার বৈঠকে বসেছিল কংগ্রেসের কোর কমিটি। বৈঠকে উপস্থিত ছিলেন প্রণব মুখোপাধ্যায়, পি চিদম্বরম, এ কে অ্যান্টনি ও গুলাম নবি আজাদ। তাঁদের সঙ্গে কথা বলেন রেণুকা চৌধুরী ও চিরঞ্জীবী। বৈঠক শেষে চিরঞ্জীবী তেলেঙ্গানা ইস্যুতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন। কিন্তু তড়িঘড়ি তেলেঙ্গানার বিষয়ে কোনও সিদ্ধান্তে নারাজ সরকার। একথা বৈঠক শেষে স্পষ্ট করে দিয়েছেন অন্ধ্র প্রদেশের ভারপ্রাপ্ত কংগ্রেস নেতা ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ। তেলেঙ্গানা ইস্যুতে ইতিমধ্যে অন্ধ্রের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছে কেন্দ্র। এই ইস্যুতে অন্ধ্র কংগ্রেসে বিভাজনও দেখা দিয়েছে। এই স্পর্শকাতর ইস্যুতে আপাতত ধীরে চল নীতিতেই এগোতে চাইছে কেন্দ্র। এই ইস্যুতে
প্রধানমন্ত্রী সর্বদল বৈঠক ডাকতে পারেন, এই জল্পনা জোরাল হয়েছে। মঙ্গলবার নয়াদিল্লি যাচ্ছেন চন্দ্র শেখর রাও, চন্দ্রবাবু নাইডু ও তেলেঙ্গানা অঞ্চলের কংগ্রেস সাংসদরা।
First Published: Monday, October 10, 2011, 21:54