Last Updated: Monday, October 10, 2011, 21:54
তেলেঙ্গানা ইস্যুতে সোমবার বৈঠকে বসেছিল কংগ্রেসের কোর কমিটি। প্রণব মুখোপাধ্যায়, পি চিদম্বরম, এ কে অ্যান্টনি ও গুলাম নবি আজাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন রেণুকা চৌধুরী ও চিরঞ্জীবী। বৈঠক শেষে গুলাম নবি আজাদ সব রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনার ওপর জোর দিয়েছেন। মঙ্গলবার চন্দ্রশেখর রাও, চন্দ্রবাবু নাইডু ও তেলেঙ্গানা অঞ্চলের কংগ্রেস সাংসদরা নয়াদিল্লি যাচ্ছেন।