Last Updated: October 17, 2012 18:52

মেসি পারলেন,তাঁর দেশ আর্জেন্টিনাও পারল। তবু রয়ে গেল জয়ের ধরন নিয়ে প্রশ্ন। বিশ্বকাপের যোগ্যতানির্ধারকারী পর্বে জয়ের ধারা অব্যাহত থাকলে আর্জেন্টিনার ফুটবলে সেই ঝলক খুঁজে পাওয়া গেল না।চিলিকে ২-১ গোলে হারিয়ে লাতিন আমেরিকা পর্বে শীর্ষস্থান ধরে রাখলেন লিওনেল মেসিরা। বার্সেলোনার মতই এবার জাতীয় দলের জার্সি গায়েও নিয়মিত গোল করা শুরু করে দিলেন লিওনেল মেসি।
ম্যাচের ২৮ মিনিটে মেসির দুরন্ত গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা। তিন মিনিটের মধ্যেই অনবদ্য গোলে আর্জেন্টিনার হয়ে ব্যবধান বাড়ান রিয়াল তারকা গঞ্জালো হিগুয়েন। ইনজুরি টাইমে চিলির হয়ে ব্যবধান কমান ফিলিপে গুইতারেজ। নয় ম্যাচে কুড়ি পয়েন্ট পেয়ে লিগ তালিকায় শীর্ষস্থান ধরে রাখল আর্জেন্টিনা। নয় গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় লুই সুয়ারেজের সঙ্গে এক সারিতে থাকলেন দুই আর্জেন্টিনিয়ান তারকা মেসি আর হিগুয়েন।
First Published: Wednesday, October 17, 2012, 18:52