Last Updated: March 10, 2013 10:35

স্প্যানিশ লা লিগায় টানা ১৭টি ম্যাচে গোল করে বিশ্বরেকর্ড গড়লেন লিওনেল মেসি। দেশের কোনও লিগে পরপর এতগুলো ম্যাচে গোল করার রেকর্ড আর কারও নেই। শনিবার ভারতীয় সময় রাতে ডেপোর্টিভো লা করুনা`র বিরুদ্ধে গোল করে মেসি ভাঙলেন টেডর পেটেরেকের রেকর্ড। ১৯৩৭-৩৮ মরসুমে পোলিশ লিগে করা টেডরের টানা ১৬ ম্যাচ গোল করার কৃতিত্বটাই এতগুলো বছর বিশ্বরেকর্ড ছিল। মেসির গোলক্ষুধায় ৭৬ বছরের বিশ্বরেকর্ড ভেঙে গেল।
মেসির বিশ্বরেকর্ডের কৃতিত্বে ম্লান হয়ে গেল বার্সেলোনার জয়ে ফেরার খবর। পরপর দুটো এল ক্লাসিকো হার, চ্যাম্পিয়ন্স লিগে বিদায়ের ভ্রকুটির মাঝে বার্সা সমর্থকদের কাছে ভাল খবর থাকল। ডেপোর্টিভো লা করুনাকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় দু নম্বরে থাকা অ্যাথলেটিকো দি মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে গেল বার্সা।
লা লিগায় টানা ১০ ম্যাচে গোল করা ব্রাজিলের মহাতারকা রোনাল্ডোর রেকর্ড আগেই ভেঙে দিয়েছিলেন মেসি। ক দিন আগেই আর্জেন্টিনা ফুটবলের নয়া রাজপুত্র লা লিগায় ২০০ গোল করার কৃতিত্ব অর্জন করেছিলেন।
First Published: Sunday, March 10, 2013, 10:35