Last Updated: Sunday, March 10, 2013, 10:35
স্প্যানিশ লা লিগায় টানা ১৭টি ম্যাচে গোল করে বিশ্বরেকর্ড গড়লেন লিওনেল মেসি। দেশের কোনও লিগে পরপর এতগুলো ম্যাচে গোল করার রেকর্ড আর কারও নেই। শনিবার ভারতীয় সময় রাতে ডেপোর্টিভো লা করুনা`র বিরুদ্ধে গোল করে মেসি ভাঙলেন টেডর পেটেরেকের রেকর্ড। ১৯৩৭-৩৮ মরসুমে পোলিশ লিগে করা টেডরের টানা ১৬ ম্যাচ গোল করার কৃতিত্বটাই এতগুলো বছর বিশ্বরেকর্ড ছিল। মেসির গোলক্ষুধায় ৭৬ বছরের বিশ্বরেকর্ড ভেঙে গেল।