Last Updated: April 4, 2012 21:04

এসি মিলানের বিরুদ্ধে জোড়া গোল করে আরও একটি অনন্য নজির গড়লেন ২৪ বছরের ফুটবল মহাতারকা লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এক মরসুমে এখন টপস্কোরার তিনিই।
মেসি এবং নিস্তেলরুইয়ের যৌথ মালিকানায় থাকা ১২ গোলের রেকর্ড টপকে ১৪ গোল করে মেসি অনন্য নজির গড়েছেন। ২ টি গোলই এসেছে পেনাল্টি থেকে। এই জোড়া গোলের সুবাদে চ্যাম্পিয়ন্স লিগে ৫২ টি গোল করার কীর্তি গড়লেন তিনি। টানা ৩ বারের বর্ষসেরা ফুটবলারের কাঁধে ভরসা করেই আবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সিলোনা।
First Published: Wednesday, April 4, 2012, 21:08