Last Updated: December 18, 2012 21:26

লিওনেল মেসি,জাভি এবং কার্লোস পুওলের সঙ্গে চুক্তি নবীকরণ করল বার্সেলোনা ফুটবল ক্লাব। তিনজনের সঙ্গেই চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে বলে ক্লাবের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হয়েছে।
২০১৬ পর্যন্ত মেসির সঙ্গে চুক্তি ছিল ক্যাটালান ক্লাবের। কিন্তু সেই চুক্তি বাড়িয়ে ২০১৮ পর্যন্ত করা হয়েছে। একই সঙ্গে ২০১৬ পর্যন্ত পুওলের সঙ্গে চুক্তি করার ঘোষণা করেছে বার্সা। এর আগে ২০১৩ পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি ছিল পুওলের। জাভির সঙ্গেও চুক্তির মেয়াদ দুবছর বাড়িয়ে ২০১৬ পর্যন্ত করা হয়েছে।
এদিকে বাবা হওয়ার পর বোধহয় শিশুদের প্রতি ভালবাসা আরও বেড়ে গেছে মেসির। তাই এবার শিশুমৃত্যুর হার কমাতে উদ্যোগি হলেন এই আর্জেন্টিনীয় তারকা। মেসিকে উইনিসেফের একটি ভিডিওতে শিশু মৃত্যুর ব্যাপারে সচেতনতা বাড়াতে দেখা যাবে। রাষ্ট্রসংঘের পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর সারা বিশ্বজুড়ে নিমোনিয়া, ডাইরিয়ার মতো রোগে আক্রান্ত হয়ে প্রায় উনিশ হাজার শিশু মারা যায়।
First Published: Tuesday, December 18, 2012, 23:33