Last Updated: May 9, 2014 20:46

সব জল্পনা উড়িয়ে দিয়ে মেসির দাবি, বার্সিলোনা ছাড়া নিয়ে যে খবর রটেছে তা একদমই সত্যি নয়। ছাব্বিশ বছরের আর্জেন্তেনীয় সুপারস্টারের দাবি,বার্সাতে তাঁর কোনও অসুবিধাই হচ্ছেনা। বরং তিনি বেশ খুশই আছেন বার্সিলোনা পরিবারে।
চলতি মরসুমে ট্রফিহীন বার্সা। সাম্প্রতীককালে এক মরসুম ট্রফিহীন থাকার পর মেসি-ইনিয়েস্তাদের পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। মেসির এখন লক্ষ্য, লা লিগায় রানার্স হয়ে মরসুম শেষ করার। চ্যাম্পিয়ন্স লিগে থেকে কোপা ডেল রে- সবই হাতছাড়া হয়েছে। এই পরিস্থিতিতে লা লিগায় রানার্স হয়ে যদি মুখরক্ষা করা যায়,তার লক্ষ্যেই বার্সা। আর বার্সিলোনার ফুটবলারদের উদ্দেশ্যে মেসির আবেদন,ট্রফিহীন হওয়ার চাপ থেকে বাঁচতে একমাত্র হাতিয়ার হতে পারে লা লিগায় রানার্স হওয়াই।
First Published: Friday, May 9, 2014, 20:46