Last Updated: November 26, 2012 19:21

জোড়া গোল করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন লিওনেল মেসি। রবিবার লা লিগার ম্যাচে ল্যাভেন্তের বিরুদ্ধে মেসির জোড়া গোলের সৌজন্যেই ৪-০। গোলে জিতল বার্সেলোনা। চলতি বছরে ৮২ গোল করা হয়ে গেল আর্জেন্টিনীয় সুপারস্টারের। জামার্নির কিংবদন্তি স্ট্রাইকার গার্ড মুলারের রেকর্ড থেকে আর মাত্র ৩ গোল দূরে লিওনেল মেসি।
চলতি লা লিগায় ১৯ গোল করে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন মেসি। বার্সেলোনার হয়ে অপর গোলগুলি করেন আন্দ্রে ইনিয়েস্তা আর সেস ফ্যাব্রেগাস।এই জয়ের ফলে লা লিগায় শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের থেকে ৩ পয়েন্টে এগিয়ে বার্সা। আর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার পয়েন্টের পার্থক্য ১১।
First Published: Monday, November 26, 2012, 19:21