Last Updated: Monday, November 26, 2012, 19:21
জোড়া গোল করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন লিওনেল মেসি। রবিবার লা লিগার ম্যাচে ল্যাভেন্তের বিরুদ্ধে মেসির জোড়া গোলের সৌজন্যেই ৪-০। গোলে জিতল
বার্সেলোনা। চলতি বছরে ৮২ গোল করা হয়ে গেল আর্জেন্টিনীয় সুপারস্টারের। জামার্নির কিংবদন্তি স্ট্রাইকার গার্ড মুলারের রেকর্ড থেকে আর মাত্র ৩ গোল দূরে লিওনেল
মেসি।