Last Updated: February 18, 2013 15:07

বার্সেলোনার হয়ে ৩০০ গোল করা হয়ে গেল লিওনেল মেসির। মেসির জোড়া গোলের সৌজন্যে পিছিয়ে পরেও গ্রানাডাকে ২-১ গোলে হারাল বার্সা।
লা লিগায় মেসি ম্যাজিক চলছেই। মেসির জোড়া গোলের সৌজন্যে পিছিয়ে পরেও গ্রানাডাকে দুই-এক গোলে হারাল বার্সা।
প্রথমার্ধে ইগালোর গোলে পিছিয়ে পরেছিল বার্সেলোনা। গোলের একাধিক সুযোগ তৈরি করেও প্রথমার্ধে সমতা ফেরাতে পারেননি মেসিরা। দ্বিতীয়ার্ধে শুরু হয় মেসি ম্যাজিক। ফ্যাব্রেগাসের শট গ্রানাডার গোলকিপার সেভ করলে ফিরতি বল থেকে গোল করে যান মেসি। এই নিয়ে লা লিগায় টানা ১৪ ম্যাচে গোল করে অনন্য নজির গড়লেন আর্জেন্টিনীয় সুপারস্টার।
কিছুক্ষণের মধ্যেই বাঁ পায়ের দুরন্ত ফ্রিকিক থেকে গোল করে বার্সেলোনাকে জয় এনে দেন মেসি। চলতি লা লিগায় ৩৭ গোল করা হয়ে গেল তাঁর। চলতি মরসুমে মেসির গোলসংখ্যা ৪৮। মাত্র ২৫ বছর বয়সে বার্সেলোনার জার্সি গায়ে ৩৬৫ ম্যাচের মেসির গোলসংখ্যা ৩০১। এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের থেকে ১৫ পয়েন্টে এগিয়ে থাকল বার্সেলোনা।
First Published: Monday, February 18, 2013, 15:07